হোম > খেলা > ক্রিকেট

২ ডলারে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আর  ৫ ঘণ্টা পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। অথচ এখনো বাংলাদেশের কোনো টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচারের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য অবশ্য আরেকটি সুখবর আছে। অল্প খরচেই পুরো সিরিজ অনলাইনে দেখার সুযোগ আছে আইসিসি টিভিতে।

আজ বাংলাদেশ সময় রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পুরো সিরিজ অনলাইনে দেখানোর ব্যবস্থা রেখেছে আইসিসি। মাত্র ২ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১৮৭ টাকায় দেখা যাবে খেলা।

বিশ্বের যেকোনো প্রান্তে হওয়া আন্তর্জাতিক ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য আইসিসির পক্ষ থেকে চালু করা হয়েছে আইসিসি টিভি, যা চলছে অনেক দিন ধরেই। এখন টিভি সম্প্রচারের ঝামেলা শেষ না হওয়ায়, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সমাধান হতে পারে এই আইসিসি টিভি।

আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট খুলে টিভি লিংকে গিয়ে নেওয়া যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ সরাসরি দেখার পাস। সেজন্য গুনতে হবে মাত্র ২ ডলার। এই অর্থ পরিশোধ করতে হবে ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কিংবা মাস্টারকার্ডের মাধ্যমে।

উল্লেখ্য, আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগামী ২৪ জুন থেকে হবে পরের টেস্ট। এরপর ২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ ছাড়া ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক