হোম > খেলা > ক্রিকেট

১৪ বছর পর তাইজুল...

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার ছয় উইকেটের তিনটি নেন তাইজুল ইসলাম। আজ দ্বিতীয় দিনও দলের রক্ষাকর্তার ভূমিকায় এ বাঁহাতি স্পিনার। স্বাগতিকদের পতন হওয়া তিন উইকেটের দুইটিই নিয়েছেন তাইজুল। এর মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ইনিংসে ৫ উইকেট নিলেন তাইজুল। 

এ টেস্টের আগে দক্ষিণ আফ্রিকায় ৫ উইকেট নেওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি বোলার ছিলেন সাকিব আল হাসান। ২০০৮ সালে প্রোটিয়া সফরে দুবার এই কীর্তি গড়েন বাংলাদেশ অলরাউন্ডার। এরপর আর কোনো বোলার ৫ উইকেট নিতে পারেননি। ডারবান টেস্টের একাদশে ছিলেন না তাইজুল। পোর্ট এলিজাবেথেও হয়তো তাঁর দেখা মিলত না। চোটে পড়ে প্রথম টেস্টের সেরা একাদশে থাকা পেসার তাসকিন আহমেদ দেশে ফেরায় দ্বিতীয় টেস্টের একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন তাইজুল। সুযোগটা দুহাত পুরে নিয়েছেন তিনি। 

আজ দুই উইকেটের প্রথমটি তাইজুল নিয়েছেন বাঁহাতি স্পিনারের স্বপ্নের এক ডেলিভারিতে। আগের দিনের অপরাজিত ব্যাটার উইয়ান মুল্ডারকে ফেরান তিনি। বাতাসে ভাসিয়ে দেওয়া বলটা মিডল স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়ার পথে মুল্ডারকে অফ স্টাম্পে আঘাত হানে। ৭৭ বলে ৩৩ রান করে আউট হন মুল্ডার। মহারাজের সঙ্গে বিপজ্জনক হয়ে ওঠা এ জুটি ভাঙেন তাইজুল। 

এ উইকেটের পর সপ্তম উইকেটে আবার জমে যায় মহারাজ আর সাইমন হারমার জুটি। জুটি ভাঙতে আবার এগিয়ে আসতে হলো তাইজুলকে। সকালের দারুণ শুরুর পর বাংলাদেশ বোলিং লাইনআপকে এলোমেলো করে দেন মহারাজ। এবার তাঁকে বোল্ড করে ফেরান তাইজুল। দেশের বাইরে এটি তাঁর দ্বিতীয়বার ৫ উইকেট। সব মিলিয়ে তাইজুলের টেস্ট ক্যারিয়ারের ১০ তম পঞ্চম উইকেট।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা