প্রথম সেশনে ৫ উইকেট হারিয়ে ৬৬ রান করেছিল বাংলাদেশ। এ সেশন শ্রীলঙ্কার হলে দ্বিতীয়টা স্বাগতিকদের। লাঞ্চের পর আর কোনো উইকেট না হারিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩।
উইকেটে আছেন মুশফিকুর রহিম আর লিটন দাস। দুজনই ফিফটি পূর্ণ করেছেন। ৭২ রান নিয়ে অপরাজিত আছেন লিটন। তাঁর সঙ্গী মুশফিক অপরাজিত আছেন ৬২ রানে।
ষষ্ঠ উইকেটের জুটিতে মুশফিকের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন লিটন। ২৪ রানে পাঁচ ব্যাটার ফেরার পর উইকেট আগলে রাখেন তাঁরা। সতর্কতার সঙ্গে বেশ সাবলীল ব্যাটিং দারুণ গতিতে এগোচ্ছেন দুজনে।
লাঞ্চের পরের সেশনে ৮৭ রান করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কান বোলারদের হতাশ করেছেন লিটন আর মুশফিক। ১৩ ওভারে ২৩ রান দিয়ে লঙ্কানদের সেরা বোলার কাসুন রাজিথা।