হোম > রাজনীতি

সারা দেশে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবে বিএনপি। ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করা হবে। 

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঁদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছেন। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এ ক্ষেত্রে প্রায় সকলেই দাবি করেছেন যে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আশপাশের পাড়াপ্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে।’ 

তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছেন। এ ক্ষেত্রে তিনি আর কত দূর অগ্রসর হবেন সেটি নিয়ে গোটা জাতি শঙ্কিত। 

সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করার পাশাপাশি নানাভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর অভিযোগ, গত ২৮ জুলাই থেকে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সারা দেশে ১ হাজার ৬২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ ও সরকার দলের লোকজনের হামলায় অন্তত ১২ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ১৩ হাজার ৪৩০ জনকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির

নাহিদ শিক্ষকতা ও পরামর্শ দিয়ে বছরে আয় করেন ১৬ লাখ টাকা

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

হাসনাতের বছরে আয় সাড়ে ১২ লাখ টাকা, ব্যাংকে ২৬ লাখ টাকার সোনা

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান