হোম > রাজনীতি

সারা দেশে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবে বিএনপি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল বুধবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করবে বিএনপি। ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় এই কর্মসূচি পালন করা হবে। 

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসকে সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৬ শতাধিক মানুষ গুমের শিকার হয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, তরুণ, যুবক, ছাত্র, সাংবাদিক ও অধিকার গ্রুপের লোকজন। গুম হওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জনের মতো মানুষের লাশ উদ্ধার হয়েছে এবং বহুদিন পর অনেককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঁদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন পর ফেরত এসেছেন। এখনো অসংখ্য গুম হওয়া ব্যক্তির সন্ধান মেলেনি। এ ক্ষেত্রে প্রায় সকলেই দাবি করেছেন যে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়েই তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। গুম হওয়া অনেককেই নিজ বাসায় পরিবারের সদস্যদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অথবা আশপাশের পাড়াপ্রতিবেশী বা দোকানপাটে দাঁড়ানো লোকজন স্বচক্ষে দেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর লোকজনদেরকেই তুলে নিয়ে যেতে।’ 

তিনি বলেন, শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুমের সংস্কৃতি চালু করেছেন। এ ক্ষেত্রে তিনি আর কত দূর অগ্রসর হবেন সেটি নিয়ে গোটা জাতি শঙ্কিত। 

সংবাদ সম্মেলনে রাজধানীসহ সারা দেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার করার পাশাপাশি নানাভাবে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর অভিযোগ, গত ২৮ জুলাই থেকে বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে সারা দেশে ১ হাজার ৬২০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ ও সরকার দলের লোকজনের হামলায় অন্তত ১২ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে এই সময়ে ১৩ হাজার ৪৩০ জনকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান