হোম > রাজনীতি

শেখ হাসিনা সম্মতি দিলে ডিসেম্বরেই ছাত্রলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি দিলে বিজয়ের মাস ডিসেম্বরে আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার সন্ধ্যায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত চার কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের বৈঠক হয়। সেই বৈঠকে সম্মেলনের ব্যাপারে এ সিদ্ধান্ত হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত এক আওয়ামী লীগ নেতা। 

তিনি বলেন, ‘দলের সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা বৈঠক করেছি। ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন, তার আগে ছাত্রলীগের সম্মেলন করার নীতিগত সিদ্ধান্ত হয়। আমরা একটি তারিখও নির্ধারণ করেছি। সেটি আমাদের নেত্রীকে (শেখ হাসিনা) দেখাব। তাঁর কাছে সময় চাইব। তিনি সম্মতি দিলেই সম্মেলনের তারিখ আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব।’ 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আজকের পত্রিকাকে বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত চার নেতা, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক বসে আলাপ করেছি। প্রাথমিক তারিখ নির্ধারণ করেছি তবে সুনির্দিষ্ট তারিখ বলে লাভ নেই। তারিখ যাই হোক আওয়ামী লীগের সম্মেলন অর্থাৎ ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের সম্মেলন হবে। আওয়ামী লীগের সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর যখন সুবিধা হবে, তখনই ছাত্রলীগের সম্মেলন হবে।’ 

ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত চার আওয়ামী লীগ নেতা হলেন—প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। 

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ