ডিএমপিতে বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চেয়ে আবেদন করতে এসে আটক করা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের ৪ সদস্যকে ছেড়ে দিয়েছে পুলিশ। রমনার ডিসি মুহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার বিকেল ৪টার দিকে আগামী ৫ জুনের কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দিতে যাওয়া প্রতিনিধি দলকে আটক করে রমনা পুলিশ।
জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূঁইয়া।