ঢাকা: কথার পাশাপাশি ছড়া দিয়েও এবার দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো বাণীতে ঈদ শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঈদ শুভেচ্ছা জানান নিজের লেখা ছড়া দিয়ে।
ঈদের শুভেচ্ছা বাণীতে বিএনপি মহাসচিব বলেন, 'দেশের বিদ্যমান ক্রান্তিলগ্নে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঈদুল ফিতরের শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করতে হবে।'
এদিকে নিজের লেখা ছড়ায় ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা নিয়ে সতর্কতা, খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানকে নিয়ে সম্ভাবনা এবং নিপুন রায়ের মুক্তি কামনা করা হয়েছে। দলের সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ ক্ষুদে বার্তার মাধ্যমে গণমাধ্যমে এ ছড়াটি পাঠান।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছড়া-
‘ঈদ আনন্দ একদিন,
করোনা ঝুঁকি প্রতিদিন।
গণতন্ত্রের মা-খালেদা জিয়া মুক্ত হয়ে ফিরবে ঘরে,
তারেক রহমান ফিরবে দেশে, নামবে ঢল দেশজুড়ে।
ষড়যন্ত্র নিপাত যাক।
নিপুন রায় মুক্তি পাক।
ঈদ মোবারক’।