হোম > রাজনীতি

ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু প্রথম আওয়ামী লীগই করেছিল। এর পক্ষে যুক্তি তারাই প্রথম দিয়েছিল। এ জন্য আন্দোলন-সংগ্রামও করেছে তারা। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছিল। কিন্তু যে সেতুর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু আওয়ামী লীগই পুড়িয়ে দিয়েছে।’

রেজা কিবরিয়া আরও বলেন, ‘তাই ক্ষমতায় যাওয়ার তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু পুনরুদ্ধারে আমাদের আবারও কাজ করতে হবে, আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে এই গণস্বাক্ষর কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এক লাখ স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই এক লাখ গণস্বাক্ষর সংগ্রহ করতে পারব।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুখ হাসানসহ অন্যরা।

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ