হোম > রাজনীতি

ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার সেতু আওয়ামী লীগ পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রেজা কিবরিয়া বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবি কিন্তু প্রথম আওয়ামী লীগই করেছিল। এর পক্ষে যুক্তি তারাই প্রথম দিয়েছিল। এ জন্য আন্দোলন-সংগ্রামও করেছে তারা। এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছিল। কিন্তু যে সেতুর মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু আওয়ামী লীগই পুড়িয়ে দিয়েছে।’

রেজা কিবরিয়া আরও বলেন, ‘তাই ক্ষমতায় যাওয়ার তত্ত্বাবধায়ক সরকারের সেই সেতু পুনরুদ্ধারে আমাদের আবারও কাজ করতে হবে, আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে এই গণস্বাক্ষর কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। এক লাখ স্বাক্ষর সংগ্রহের পরিকল্পনা রয়েছে আমাদের। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা এই এক লাখ গণস্বাক্ষর সংগ্রহ করতে পারব।’

কর্মসূচিতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুখ হাসানসহ অন্যরা।

তারেক রহমান ও মির্জা ফখরুলের ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী