হোম > রাজনীতি

যমুনার সামনে জুমার নামাজ পড়লেন বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুমার নামাজ পড়লেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

‎অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের নামাজ আদায় করেছেন বিক্ষোভকারী। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‎

‎আজ শুক্রবার দুপুর ১টার দিকে দেখা যায়, বিক্ষোভকারীরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কেউ জায়নামাজ, কেউ বাংলাদেশের পতাকা, কেউ রুমাল বিছিয়ে রাস্তায় বসে পড়েছেন। জুমার নামাজের খুতবা পড়া হয়। জুমার নামাজ শুরু হয় দুপুর ১টা ১০ মিনিটে। জুমার নামাজের ইমামতি করেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ। ‎‎

বিক্ষোভকারীদের একটি অংশকে আশপাশের বিভিন্ন মসজিদেও যেতে দেখা যায়। ‎

‎এর আগে বেলা ১২টা ২০ মিনিটের দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মিন্টো রোডের মুখে ফোয়ারার মোড়ে তৈরি করা মঞ্চেই নামাজ আদায়ের ঘোষণা দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। কিন্তু অতিরিক্ত গরমের কারণে নামাজের স্থান পরিবর্তন করে যমুনার সামনে করা হয়। বেলা সাড়ে ১২টার পর সেখানে যেতে থাকেন তাঁরা।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জুমার নামাজ পড়লেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে নিরাপত্তা প্রাচীর তৈরি করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেখানে পুলিশ ও এসপিবিএন সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পরে কিছু বিক্ষোভকারী দুপুর ১টার দিকে যমুনার সামনে যেতে চাইলে তাঁদের আটকে দেয় পুলিশ। এসময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাদানুবাদ করতে দেখা যায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মিছিল নিয়ে যমুনার সামনে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাঁদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতারাও ছিলেন।

এনসিপি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেন। রাত ১টার পর হেফাজতে ইসলামের বেশ কিছু নেতা-কর্মী যমুনার সামনে যান। রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতা-কর্মী সেখানে উপস্থিত হন। রাত ২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারাও বিক্ষোভে যোগ দেন।

রাত ২টার কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মাইকে স্লোগান ধরেন। এ সময় যমুনার আশপাশ স্লোগানে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভে অংশ নেওয়া নেতা-কর্মীরা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’ ইত্যাদি স্লোগান দেন।

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

১৯ বছর পর বাবার কবরের পাশে একান্তে অশ্রুসজল তারেক রহমান

সূর্যাস্তের আগে স্মৃতিসৌধে পৌঁছাতে পারলেন না তারেক রহমান, তাঁর পক্ষে শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় নেতাদের

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই: জামায়াত আমির