হোম > রাজনীতি

ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা সোয়া ৩টার দিকে তিনি উপস্থিত হন। এ সময় দলীয় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখর করে তোলেন। 

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন শেখ হাসিনা। বেলা ৩টা থেকে শুরু হওয়া এ জনসভায় তিনি ছাড়াও দলটির কেন্দ্রীয় নেতা এবং সংসদ সদস্য প্রার্থীরা বক্তব্য দেবেন। 

এর আগে সকাল থেকে মিছিল নিয়ে জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন ঢাকার বিভিন্ন এলাকার নেতা-কর্মীরা। বেলা ১টার পর থেকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

জনসভা সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ একাধিক যৌথ সভা করেছে। যেখানে সর্বোচ্চসংখ্যক উপস্থিতি এবং জনসভাকে নির্বাচনী জাঁকজমকে তুলে ধরতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এদিকে ঢাকায় নির্বাচনী জনসভা করতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি দিয়ে অনুমতি চেয়েছিল আওয়ামী লীগ। ২০ শর্তে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

আগামীকাল মঙ্গলবার ফরিদপুর জেলা শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এরপর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বেলা আড়াইটা থেকে জেলার এ কে এম শামসুজ্জোহা স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলটির সভাপতির।

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা