হোম > রাজনীতি

এবার সরকারকে মিডল স্টাম্প উড়িয়ে দেওয়ার কথা বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে। আপনাদের (সরকার) গুগলি কিংবা এলবিডব্লু দিয়ে আউট করব না। মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে।’ 

আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধনটির আয়োজন করে। 

সাম্প্রতিক সময়ে ‘গুগলি’ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কথার যুদ্ধ চলছে। গুগলিতে আওয়ামী লীগকে আউট করার কথা বলেছেন ফখরুল। জবাবে ওবায়দুল কাদের বলেছেন, গুগলিটা যদি ‘নো বল’ হয়, তাহলে তা দিয়ে কোনো কাজ হবে না। এই আলোচনার মাঝেই এবার সরাসরি মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে বোল্ড আউট করার কথা বললেন রিজভী। 

তারেক-জোবাইদার রায় প্রসঙ্গে রিজভী বলেন, ‘শেখ হাসিনার নিয়ন্ত্রিত আদালতের এই রায়ে আমি বিস্মিত নই। কারণ, চাঁদাবাজ কাউকে মসজিদের ইমাম বানালে চাঁদাবাজির কাজই বেশি হবে। তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে। সেই রায় আগেই লেখা ছিল।’ 

রিজভী বলেন, ‘শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এভাবে তাঁর পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছেন। জনগণ কিন্তু এগুলো আর ভালোভাবে নেয় না। আমি এই রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

ঋণখেলাপির তালিকায় নাম: রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

বিএনপিতে ববি হাজ্জাজ ও রেদোয়ান, মান্না-সাকি-নুরের আসন জানালেন মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: পাটওয়ারী

বিএনপিতে রেদোয়ান আহমেদ-ববি হাজ্জাজ, ছেড়ে দিচ্ছে আরও ৮ আসন

জনদুর্ভোগের জন্য আগাম দুঃখপ্রকাশ বিএনপির

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম