হোম > রাজনীতি

এবার সরকারকে মিডল স্টাম্প উড়িয়ে দেওয়ার কথা বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে। আপনাদের (সরকার) গুগলি কিংবা এলবিডব্লু দিয়ে আউট করব না। মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে পতন ঘটানো হবে।’ 

আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের সাজার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানববন্ধনটির আয়োজন করে। 

সাম্প্রতিক সময়ে ‘গুগলি’ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কথার যুদ্ধ চলছে। গুগলিতে আওয়ামী লীগকে আউট করার কথা বলেছেন ফখরুল। জবাবে ওবায়দুল কাদের বলেছেন, গুগলিটা যদি ‘নো বল’ হয়, তাহলে তা দিয়ে কোনো কাজ হবে না। এই আলোচনার মাঝেই এবার সরাসরি মিডল স্টাম্প উড়িয়ে দিয়ে আওয়ামী লীগকে বোল্ড আউট করার কথা বললেন রিজভী। 

তারেক-জোবাইদার রায় প্রসঙ্গে রিজভী বলেন, ‘শেখ হাসিনার নিয়ন্ত্রিত আদালতের এই রায়ে আমি বিস্মিত নই। কারণ, চাঁদাবাজ কাউকে মসজিদের ইমাম বানালে চাঁদাবাজির কাজই বেশি হবে। তারেক রহমানের রায় তো দ্রুত গতিতে দেওয়া হয়েছে। সেই রায় আগেই লেখা ছিল।’ 

রিজভী বলেন, ‘শেখ হাসিনা জিয়া পরিবারের বিরুদ্ধে টার্গেট নিয়ে কাজ করে যাচ্ছেন। তিনি এভাবে তাঁর পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছেন। জনগণ কিন্তু এগুলো আর ভালোভাবে নেয় না। আমি এই রায় অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ