বিএনপির ‘সহিংসতার’ প্রতিবাদে আগামীকাল বুধবার থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। তবে, রংপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা থাকায় বৃহস্পতিবার থেকে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন জোট। জোটের একাধিক নেতা আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার জোটের সমন্বয়ক ও মুখপাত্র এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর বাসায় বৈঠক করে ২ আগস্ট থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রথম দিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সমাবেশ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সমাবেশের অনুমতি রীতি চালু হওয়ায় সমাবেশস্থলের নাম ঘোষণা করেনি।
বুধবারের সমাবেশের স্থান ও সময় নিয়ে ১৪ দলীয় জোটের একাধিক নেতার সঙ্গে আজ মঙ্গলবার সন্ধ্যায় কথা হয় আজকের পত্রিকার। এর মধ্যে তিনটি দলের সর্বোচ্চ নেতারা জানান স্থান ও সময় নিয়ে জোটের প্রধান শরিক আওয়ামী লীগ বা জোটের মুখপাত্রের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক জোটের এক নেতা বলেন, ‘রংপুরে আওয়ামী লীগ সভাপতির জনসভা থাকায় বুধবারের পরবর্তীতে বৃহস্পতিবার সমাবেশ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে কোনো কিছুই এখনো জানি না। কারণ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই রংপুরে থাকবেন।’
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার আজকের পত্রিকাকে বলেন, কালকে (বুধবার) প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার সমাবেশ করা হবে। তবে, সমাবেশের স্থান এখনো চূড়ান্ত করা হয়নি।