হোম > রাজনীতি

ছাত্রদলের জুয়েল ও রুমি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমান রুমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরে এই দুই নেতাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগস্ট বিএনপির ৪৭ জন নেতা কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ২৬ জন নেতা কর্মীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত অন্য ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া এ মামলায় গ্রেপ্তার ইমন ইব্রাহিম ও রবিউল ইসলাম কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রিমান্ড ফেরত ২৬ জনকেও পরে কারাগারে পাঠানো হয়।

গত ১৭ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে যান ঢাকা মহানগর বিএনপির নেতা কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে পুলিশ ও বিএনপির নেতা কর্মীরা আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ