হোম > রাজনীতি

ছাত্রদলের জুয়েল ও রুমি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমান রুমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম নিভানা খায়ের জেসি এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরে এই দুই নেতাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৮ আগস্ট বিএনপির ৪৭ জন নেতা কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এদের মধ্যে ২৬ জন নেতা কর্মীর দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে আদালত অন্য ১৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া এ মামলায় গ্রেপ্তার ইমন ইব্রাহিম ও রবিউল ইসলাম কিশোর হওয়ায় তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। রিমান্ড ফেরত ২৬ জনকেও পরে কারাগারে পাঠানো হয়।

গত ১৭ আগস্ট বেলা ১১টায় চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে যান ঢাকা মহানগর বিএনপির নেতা কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষেও ঘটনা ঘটে। এতে পুলিশ ও বিএনপির নেতা কর্মীরা আহত হন। এ ঘটনায় ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে ১৫৫ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে: বিএনপি

পঞ্চগড়–১ ও ২: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপার রাশেদ

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণার আশা মামুনুল হকের

দেশের ভেতরে পোস্টাল ভোটে সাধারণ ব্যালট ব্যবহারের দাবি বিএনপির

ইসলামী আন্দোলনের সঙ্গে আলোচনার দায়িত্ব নিয়েছেন মামুনুল হক: রাশেদ প্রধান

জামায়াতের জোটের আসন সমঝোতা চূড়ান্তে চলছে রুদ্ধদ্বার বৈঠক, সংবাদ সম্মেলন রাত ৮টায়

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান