হোম > রাজনীতি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী বাসদের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসদের কর্মিসভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ৩ জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে গণসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে দলটি।

আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দলটির সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মিসভা শেষে এসব কর্মসূচির কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

কর্মিসভায় বজলুর রশীদ ফিরোজ জানান, ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি গণসমাবেশ মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। পরবর্তীকাল ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্রী শিক্ষার্থীদের মধ্যরাতের প্রতিরোধ, ১৫ জুলাই রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস পালন, ১৬-২৩ জুলাই আন্দোলনে শহীদদের এলাকায় স্মরণ অনুষ্ঠান, ১৯ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস, ২৬ জুলাই কারফিউ ভঙ্গ সাংস্কৃতিক কর্মীদের ও বামপন্থীদের, ২৯ জুলাই শ্রমিক প্রতিরোধ দিবস এবং পরবর্তীকালে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার ও বিজয় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রের ন্যূনতম গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে চলছে নানা টালবাহানা। আগের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, লুটপাট ইত্যাদি নানা কিছুর পরও বহু অভিযোগ শোনা যাচ্ছে।

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি