হোম > রাজনীতি

খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আক্রান্তের ২৭ দিন পর তৃতীয় টেস্টে এ ফল এসেছে। গতরাতে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিমের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, এ পর্যন্ত তিনবার খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়েছে। এবারের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসা অব্যাহত রয়েছে। সবাই দোয়া করবেন।

খালেদা জিয়ার শরীরে ১১ই এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। ২৪ এপ্রিল দ্বিতীয় পরীক্ষায়ও ফল পজিটিভ আসে। এর বাইরেও বাত, ডায়াবেটিস ও চোখের সমস্যাও রয়েছে। সব মিলে ২৭ এপ্রিল তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৩মে খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের বোর্ড তাঁর চিকিৎসায় নিয়োজিত আছে।

এর মাঝে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি পেতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়। এখন পর্যন্ত এ অনুমতি মেলেনি।

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ

এনসিপির নির্বাচনী ‘ক্রাউডফান্ডিং’ শুরু, প্রার্থীকে সরাসরি টাকা দেওয়া যাবে

তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের নিরাপত্তায় বেহুলার বাসরঘরের মতো যেন ছিদ্র না থাকে: রিজভী

ইসির সদিচ্ছা না দেখলে ‘সব পন্থা’ অবলম্বনের হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল

তারেক রহমানের সঙ্গে কানাডিয়ান হাইকমিশনারের সাক্ষাৎ