হোম > রাজনীতি

সরকারকে আগামী মাসের মধ্যে চলে যেতে হবে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান আওয়ামী লীগ সরকার শিষ্টাচার, কূটনীতি সব ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণমিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। 

আ স ম আবদুর রব বলেন, ‘এই সরকারকে চলে যেতে হবে। কবে যাবেন? আমি বলে দিচ্ছি আপনাদের আগামী মাসের মধ্যে চলে যেতে হবে। এই সরকার নীতিনৈতিকতা, শিষ্টাচার, কূটনীতি সব ভুলে গেছে। আপনি চলে যাবেন তাতে ক্ষতি নাই, কিন্তু ১৮ কোটি মানুষের কী হবে, জনগণের কী হবে—এগুলোর জবাব দিয়ে যান। বিভিন্ন দেশের সঙ্গে শত্রুতা তৈরি করে গেছেন। জনগণকে বিভিন্ন দেশের মুখোমুখি করে গেছেন। এখন জনগণ আপনাদের চায় না।’ 

ভয়ভীতি দেখিয়ে বেশি দিন থাকা যায় না উল্লেখ করে আ স ম রব বলেন, ‘গণ-অভ্যুত্থান হয়ে গেছে; এখন আপনারা চলে যান। চোরের দশ দিন, গেরস্তের এক দিন। গুম করেছেন, খুন করেছেন, গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছেন, আদালতকে দিয়ে ফরমায়েশি রায় দিয়েছেন। একটা মানুষের বিরুদ্ধে ১০০ মামলা দিয়েছেন। একটা মামলা খাগড়াছড়ি আরেকটা ভূরুঙ্গামারী। ৩০ দিনে সে কীভাবে ১০০ মামলার হাজিরা দেবে, সে খাবে কখন, কাজ করবে কখন। যাতে হাজিরা দিতে যেতে না পারে সে জন্য এভাবে মামলা করা হয়েছে।’ 

আ স ম রব বলেন, ‘ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। ডেঙ্গু দমনের জন্য সিঙ্গাপুর থেকে নাকি ওষুধ এনেছে; সেখানেও জালিয়াতি। সিঙ্গাপুর থেকে ওষুধ না এনে সেই ওষুধ এনেছে নাকি চীন থেকে। এরা মুক্তিযুদ্ধ চুরি করেছে। মুক্তিযুদ্ধের চেতনার নামে লুণ্ঠন, চুরি, দুর্নীতি করছে। এ জন্য কি মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে? মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষের জন্য। তাঁরা যাতে খেতে পায়, চিকিৎসা পায়, উন্নত জীবন পায়। আসুন আমরা আরও একবার মুক্তিযুদ্ধ করে দেশকে মুক্ত করি। এটা হবে দ্বিতীয় ও শেষ মুক্তিযুদ্ধ। আমরা জনগণের মুক্তি চাই। এভাবে চলতে পারে না।’ 

আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ