হোম > রাজনীতি

জাতীয় নির্বাচনের রূপরেখা চাচ্ছি: ছাত্রদল সভাপতি

জবি প্রতিনিধি 

আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘আমরা অচিরেই জাতীয় নির্বাচনের রূপরেখা চাচ্ছি, জাতীয় সরকারের মাধ্যমেই খুনি হাসিনার কাছে স্পষ্ট বার্তা যাবে। রূপরেখা দানের মাধ্যমেই বর্তমান পরিস্থিতির ৮০ শতাংশ সমস্যা নিরসন হবে।’

আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘এই চার মাসের মাথায় ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরের গুম, খুন, হত্যা ভুলে গেলে চলবে না। আমরা যদি তাদের ত্যাগ ভুলে যাই তাহলে ঐক্য গঠিত হবে না। যাদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত প্রতিটি ক্যাম্পাস পেয়েছি তাদের আমরা ভুলব না। বিশ্বজিৎ হত্যার বিচার দাবি করছি।’

রাকিবুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস রাজনীতি হতে হবে শিক্ষার্থীদের কল্যাণে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করবো, দেশ ও দশের জন্য কাজ করবো। আমি জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি।’

এ সময় রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ভবিষ্যতে সকলকে নিরপেক্ষ অবস্থানে থেকে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে ৷ আগামীর বাংলাদেশ বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।’

ছাত্রদল সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত ছিল তাদের অপসারণ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যতগুলো জায়গা দখল হয়ে গেছে সেগুলো আমরা ছাত্রদল চাইলে একদিনে দখলমুক্ত করতে পারি, কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনের মাধ্যমে উদ্ধার করুক।’

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী

যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন অত সহজ হবে না–আমার কথাই সত্যি হচ্ছে: তারেক রহমান

হাদির ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জামায়াত

বক্তব্যে ভুয়া ছবির উল্লেখ করায় রিজভীকে ক্ষমা চাইতে বললেন ডাকসু ভিপি সাদিক