হোম > রাজনীতি

রাজধানীতে বিএনপির কার্যালয়ের সামনে থেকে ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধ চলছে আজ বুধবার সকাল ৬টা থেকে। অবরোধের সমর্থনে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল ও স্লোগান দেওয়ার সময় চারজনকে আটক করেছে পল্টন থানার পুলিশ। প্রাথমিকভাবে তাদের নাম, পরিচয় ও পদ-পদবি জানা যায়নি।

বেলা ১১টার দিকে তাঁদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পার্টি অফিসের সামনে কয়েকজন অবরোধের সমর্থনে মিছিল ও স্লোগান দিচ্ছিলে। সে সময় তাঁদের আটক করে পল্টন থানায় নেওয়া হয়।’

গত ২৮ অক্টোবরের বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায় সহিংসতার কারণে। সমাবেশের মাঝপথে এক দিনের হরতাল ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে সমাবেশ মঞ্চ ছেড়ে যান।

এ ঘটনার পরদিন থেকেই বিএনপির কার্যালয় ঘিরে দেখা গেছে ব্যাপক পুলিশি প্রহরা, ব্যারিকেড ও কার্যালয়কে ক্রাইম সিন ঘোষণা করে তল্লাশি চালাতে। তল্লাশির পর থেকেই এই কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা যাচ্ছে।

সেই সঙ্গে কার্যালয় ঘিরে দেখা গেছে ব্যাপক পুলিশি উপস্থিতি ও কড়া নজরদারি। তবে প্রায় ১৮ দিন পর গতকাল মঙ্গলবার কার্যালয়ের সামনে ও কাছাকাছি পুলিশের অবস্থান এবং তৎপরতা কিছুটা শিথিল হতে দেখা গেছে। এখনো দলটির প্রধান কার্যালয়ের মূল ফটকের তালা খোলা হয়নি।

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ