দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আপাতত মান-অভিমান দূরে রেখে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) আলোচিত দেবর-ভাবি।
শনিবার রাত ৯টায় বৈঠক করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। রওশন এরশাদের গুলশানের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো বলছে, নির্বাচন সামনে রেখে দুই নেতার মধ্যে বোঝাপড়া হয়ে গেছে। মান-অভিমান থাকলেও তাকে এখন পাত্তা দিচ্ছেন না তাঁরা। দলের স্বার্থে একে অপরকে কিছুটা ছাড় দিয়ে নির্বাচনে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকে নির্বাচন প্রস্তুতির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করেন দুই নেতা।
বৈঠকে অন্যদের মধ্যে রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, এরশাদপুত্র সাদ এরশাদও অংশ নেন।