হোম > রাজনীতি

জিয়া রাজাকারকে প্রধানমন্ত্রী করে দল গঠন করেছেন: ফয়জুল করীম

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

ত্রিশালের দরিরামপুর সিএনবি মাঠে জনসভায় মুফতি ফয়জুল করীম। ছবি: আজকের পত্রিকা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজাকারকে প্রধানমন্ত্রী করে রাজনৈতিক দল (বিএনপি) গঠন করেছেন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর সিএনবি মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম এ মন্তব্য করেন।

রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এবং ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ফয়জুল করীম বলেন, ‘জিয়াউর রহমান কাদের নিয়ে দল গঠন করেছেন জানেন? শাহ আজিজ। তিনি ছিলেন এক নম্বর রাজাকার। জিয়াউর রহমান তাঁকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। অথচ আজ বিএনপি স্লোগান দেয়—এই দেশে রাজাকার থাকবে না! কী আজিব জাহেল! আওয়ামী লীগের বিএনপির ওপর ক্ষোভটাই ছিল—জিয়াউর রহমান রাজাকারকে প্রতিষ্ঠিত করেছিলেন।

অথচ এখন নিজেরাই নিজেদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। বিএনপিরা জানেই না তাদের নেতার প্রাইম মিনিস্টার কে ছিলেন, কয় (কতজন) মন্ত্রীতে কতজন রাজাকার ছিলেন। এরা জানেই না, স্লোগান দেয়।’

ফয়জুল করীম বলেন, ‘যে স্লোগান ছিল আওয়ামী লীগের, সেই স্লোগান এখন বিএনপির। যে স্লোগানের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, সেই স্লোগানের জন্য বিএনপিও ধ্বংস হবে।’

মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুল করীম আকরাম এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক অধ্যাপক নাসির উদ্দিন। সঞ্চালনা করেন ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ।

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ