হোম > রাজনীতি

মুরাদের বিরুদ্ধে ২ মামলা ও জিডি গ্রহণ, ৬ মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সারা দেশে মামলা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, সুনামগঞ্জ, পঞ্চগড়, ঝালকাঠিসহ কয়েক জেলায় খারিজ হওয়ার পরও আদালতে গ্রহণ করা হয়েছে দুটি মামলা। আর নতুন করে বিভিন্ন জেলায় ৬টি মামলার আবেদন করা হয়েছে, যেগুলোতে এখনো কোনো আদেশ দেননি আদালত। ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে এসব মামলা করা হয়। এ ছাড়া রাজধানীর শাহবাগ থানায় ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর করা অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করা হয়েছে। 

মামলাগুলো হল
লক্ষ্মীপুর: মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ২১ ডিসেম্বর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ ফেরদৌস মানিক বাদী হয়ে মামলা করেন।

কুমিল্লা: মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের নামে কুমিল্লা আদালতে ১৯ ডিসেম্বর আইনজীবী আতিকুল ইসলাম মামলা দায়ের করেছেন। 

মামলার আবেদন
চাঁদপুর: ডা. মুরাদসহ দুজনের বিরুদ্ধে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ ডিসেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন মামলার আবেদন করেন। 

মাগুরা: মুরাদ হাসান ও নাহিদের বিরুদ্ধে ২১ ডিসেম্বর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রোকনুজ্জামান খান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেছেন।

যশোর: মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ২০ ডিসেম্বর যশোরের আদালতে মামলার আবেদন করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর।

জয়পুরহাট: মুরাদ হাসানের বিরুদ্ধে জয়পুরহাটের আদালতে মানহানি মামলার আবেদন করা হয়েছে। ২০ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম রাজু। 

নীলফামারী: মুরাদ হাসানের নামে নীলফামারীর আদালতে ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো মামলার আবেদন করেছেন। 

ঠাকুরগাঁও: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দু’জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলার আবেদন করা হয়েছে। ২১ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনতাজুল হক এই আবেদন করেন।

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল

তারেক রহমানকে লন্ডন থেকে ঢাকায় আনবেন ক্যাপ্টেন ইমামুল

বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়কে তারেক রহমানের শুভেচ্ছা

হাদির খুনিদের গ্রেপ্তার করতে না পারার খেসারত দিতে হলো সিয়ামকে: জামায়াত আমির

তারেক রহমানকে বিদায় জানাতে হিথরো বিমানবন্দরে ভিড়

বিএনপি সরকার গঠন করলে গণঅধিকারকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে: নুর

তারেক রহমানের জন্য উড়োজাহাজে এ-১ আসন নির্ধারণ

উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও যথাসময়ে নির্বাচন চায় এনসিপি-জামায়াত

লন্ডন থেকে রাত সোয়া ১২টায় দেশের পথে রওনা দেবেন তারেক রহমান, বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত