হোম > রাজনীতি

সরকারের দিন শেষের ঘণ্টা বেজে গেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের দিন শেষের ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনাদের দিন শেষের ঘণ্টা বেজে গেছে। সেই ঘণ্টার ধ্বনি আপনারা শুনতে না পেলেও এ দেশের জনগণ ঠিকই বাজিয়ে আসছে।’

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে নজরুল জয়ন্তী উপলক্ষে জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘বিরোধী দলের রক্ত শোষণ করে, রক্তপাত ঘটিয়ে সাধের সিংহাসনে আর টিকে থাকতে পারবেন না।’ 

রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি কথা বলেছেন। বিএনপি মহাসচিব বিভিন্ন দলের সঙ্গে আলাপ আলোচনা করছেন। এর মধ্যে তিনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। আমার মনে হলো আপনি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন, সমালোচনা করেছেন, এরপর কী করবেন? আপনি কি সশস্ত্র ছাত্রলীগ পাঠাবেন?’ 

ছাত্রলীগ-যুবলীগকে গুন্ডা উল্লেখ করে রিজভী বলেন, ‘আজও আসার সময় দেখলাম বিভিন্ন মোড়ে মোড়ে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের এক অকৃত্রিম অভয় বাণী শুনিয়েছেন কাজী নজরুল ইসলাম।’ 

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘যারা অত্যাচারী, নিপীড়ন চালায়, কথা বলতে দেয় না, সভা-সমাবেশ করতে দেয় না, রক্তপাত ঘটায়, তাদের রাজত্ব এই দেশে বেশি দিন হবে না। আপনাদের সেই পতন হতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।’

বিশেষ ট্রেনে ভোটের প্রচার করা যাবে না

হাদির খুনিদের গ্রেপ্তারে প্রধান উপদেষ্টার স্পষ্ট বক্তব্য শোনা যায়নি: সাদিক কায়েম

আওয়ামী লীগের ভোটব্যাংক দখলে প্রতিযোগিতা করছে বিএনপি-জামায়াত: নাহিদ ইসলাম

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় নিরীহ গ্রেপ্তারদের মুক্তি না দিলে বাড়বে ক্ষোভ: হেফাজত

হাতে-পায়ে শিকল পরিয়ে নির্বাচনে নয়, মুক্ত হয়ে এলাকায় যেতে চাই: আনিসুল ইসলাম

ভিড়ের মধ্যে ঠেলাঠেলির ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিলেন ইশরাক

অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে: মির্জা ফখরুল

১১৯ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের, মনোনয়ন পেলেন যাঁরা

জমিয়তে উলামাকে যে ৪টি আসন ছেড়ে দিল বিএনপি

দাদু খালেদা জিয়াকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট