হোম > রাজনীতি

আমলারা নিরপেক্ষ হলে সার্চ কমিটির প্রয়োজন নেই: বিএনজে চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যাঁদের আমলাতন্ত্রের দায়িত্ব দেওয়া হয়, তাঁরা যদি দলীয়করণকে পাশ কাটিয়ে কাজ করেন, তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। সে ক্ষেত্রে আর সার্চ কমিটির এতটা প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক সাগর-রুনী মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) আয়োজিত ‘বিজয়ের ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রেজাউল হোসেন বলেন, জনগণকে বোঝাতে হবে, ভোট হচ্ছে তাঁদের নাগরিক অধিকার। আর এটা বোঝাতে পারবে একমাত্র নির্বাচন কমিশন। তাহলে মানুষের ভোটের প্রতি আগ্রহ বাড়বে এবং সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করছে। কিন্তু দুঃখের বিষয়, বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশের যে লক্ষ্য ছিল, জাতি তা ভোগ করতে পারেনি। বাংলাদেশের রাজনীতির শিষ্টাচার আজ শূন্য হতে চলেছে। বাংলাদেশ নাগরিক জোট বিএনজে গণতন্ত্রের চর্চা করে এগিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রমনা সব দলের সঙ্গে একমত পোষণ করে নতুন প্রজন্মের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

সভার সভাপতি এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী জাতি উদ্‌যাপন করছে। কিন্তু দুঃখের বিষয়, মহান স্বাধীনতাযুদ্ধের যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল, তা অর্জিত হয়নি। মানুষের অধিকার পথে পথে হোঁচট খেয়ে চলেছে। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃতি বা কোনো অপপ্রচার নতুন প্রজন্ম মেনে নেবে না।’

বিএনজে চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মো. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক (জাগপা) অধ্যাপক মো. ইকবাল হোসেন, বিএনজের উপদেষ্টা কমিটির সদস্য মুহাম্মদ হারুন আল-রশিদ ও গিয়াস উদ্দিন হাওলাদার, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহম্মেদ খান প্রমুখ।

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এবার এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীনের পদত্যাগ

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান