হোম > রাজনীতি

‘মির্জা ফখরুল ভুয়া মুক্তিযোদ্ধা সমাবেশে দুই পাশে জঙ্গি বসিয়েছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ফখরুল সাহেব ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে দুই পাশে জঙ্গি বসিয়ে ‘আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান’ স্লোগানে যুক্ত হয়েছেন। অথচ তিনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি আজ হতাশায় নিমজ্জিত। তাই আবোলতাবোল বকছেন। আওয়ামী লীগের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন তুলে মির্জা ফখরুল মানসিক বিকারগ্রস্তের পরিচয় দিয়েছেন। 

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, যারা স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করে। আজ তারাই আফগানিস্তানের তালেবানদের নিয়ে উল্লসিত। তাদেরই সরকারের অগ্রগতি পছন্দ হয় না। তারা এখন হতাশার মধ্যে আছে। কারণ জনগণ শেখ হাসিনাকে চারবার রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে। 

অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা ও জোটের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গতকাল বুধবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। প্রকৃতপক্ষে তারা কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। আওয়ামী লীগের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধার প্রাণ গেছে ১৯৭২ সালের পর। তারা মুক্তিযুদ্ধের সব আকাঙ্ক্ষাকে পদদলিত করছে। 

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, এক দিনে সাত জেলায় ৭ সমাবেশ

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের