হোম > রাজনীতি

আমাদের ঠিকানা হয় কারাগার না হলে রাজপথ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমাদের ঠিকানা হয় কারাগার, না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই’— এমনটি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, ‘আমাদের ঠিকানা হয় কারাগার না হলে রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই। নিয়ে যেতে পারে কারাগারে। আমাদের নানাভাবে আঘাত করতে পারে, অত্যাচার করতে পারে। সমস্ত কিছু বরণ করেই আমাদের উদ্বেল অভিযাত্রা অব্যাহত থাকবে গণতন্ত্র ফেরানোর জন্য।’

সব প্রতিবন্ধকতা অতিক্রম করে গণতন্ত্র ফেরাতে বিএনপির নেতা-কর্মীরা রাজপথে নেমেছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত বুলেট বরণ করে হলেও তারা পিছপা হবে না বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফার আন্দোলনের অংশ হিসেবে এদিন সকাল থেকে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। বিএনপির পাশাপাশি যুগপৎ আন্দোলনের শরিকেরাও এই কর্মসূচি পালন করছে।

রিজভী বলেন, ‘সব প্রতিকূলতা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে নেতা-কর্মীরা বুকে বুলেট বরণ করে নিয়ে রাজপথে দাঁড়াচ্ছে, রাজপথে দাঁড়াবে। যতক্ষণ পর্যন্ত না তাদের লক্ষ্য গণতন্ত্র ফিরে আসে, অবাধ, সুষ্ঠু নির্বাচন ফিরে আসে। যতক্ষণ পর্যন্ত না মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হয়, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও মামলার চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে ৫১৫ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা হয়েছে ১৮টি, আসামি করা হয়েছে ১ হাজার ৯১২ জনকে।

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ