ঢাকায় নিযুক্ত সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নেতারা। আজ মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নরওয়ে রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন ও সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেসহ সুইডেন দূতাবাসের রাজনৈতিক ও বাণিজ্যিক প্রথম সচিব আনা সোয়ান্তেসন বৈঠকে অংশ নিয়েছেন।
রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই কোনো মন্তব্য করেননি।