হোম > রাজনীতি

বিএনপির বর্ধিত সভা শুরু, খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির বর্ধিত সভার মঞ্চ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) বর্ধিত সভা শুরু হয়েছে। জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাত বছরে বিএনপির সবশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। সাত বছর পরে এবারের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। দেশের বাইরে থাকায় সভায় সশরীরে নেই তিনি। তবে সভা মঞ্চে সম্মানার্থে তাঁর জন্য প্রধান অতিথির চেয়ার রাখা হয়েছে।

বিএনপির বর্ধিত সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

কোরআন তিলাওয়াতের পর গত ১৬ বছরে আন্দোলন সংগ্রামে নিহত দলের নেতা-কর্মীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রয়াত ও গুম হওয়া নেতা-কর্মীদের জন্য শোকপ্রস্তাব পাঠ করা হয়। শোকপ্রস্তাব পাঠ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সভা মঞ্চে স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন। সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেবেন।

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে