হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর একটা সংবর্ধনা প্রাপ্য, কিন্তু তিনি রাজি নন: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘প্রধানমন্ত্রী অনেকগুলো “সফল” বিদেশ সফর হলেও আওয়ামী লীগ তাঁকে সংবর্ধনা দেয়নি। নেতা–কর্মীদের ইচ্ছা, তাঁকে একটা সংবর্ধনা দেওয়া। কিন্তু প্রধানমন্ত্রী রাজি হননি।’

আজ রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর–দক্ষিণ শাখা ও ঢাকার আশপাশের জেলা শাখা এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ সভা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পার্টি অফিসে বসে নিজেরা কিছু আলাপ আলোচনা করেছি। মহামারীর কারণে প্রধানমন্ত্রীর অনেকগুলো বিদেশ সফরের পরেও তাঁকে তাঁর প্রাপ্য সংবর্ধনা দিতে পারিনি। অনেকগুলো আন্তর্জাতিক পদ পেয়েছেন, অনেক জায়গায় বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন। তিনি যে সম্মান বয়ে এনেছেন এ জন্য একটা সংবর্ধনা তাঁকে দেওয়া উচিত। এটা আমরা মনে করেছি। আমাদের সকল নেতা–কর্মীদের অভিপ্রায়। সবাই এটা চাচ্ছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি। এ সময়ে এর গুরুত্বটা তাঁকে জানানোর চেষ্টা করেছি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো সংবর্ধনা নিতে রাজি নন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে সংবর্ধনা নেওয়ার ইচ্ছে তাঁর নেই। কাজেই এ প্রোগ্রামটা বাদ দিতে হবে। তাঁর সম্মতি নেই, তাই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না।’

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু