হোম > রাজনীতি

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের বৈঠক মুলতবি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের পর গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির প্রথম বৈঠক দেড় ঘণ্টা চলার পর মুলতবি করা হয়েছে। পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্তে আসতে না পারার কারণেই বৈঠক মুলতবি করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া ছেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের তথ্য জানিয়েছেন। 

বৈঠক সূত্র বলছে, নির্বাচন পরে চলমান আন্দোলন নিয়ে বৈঠকে বসে দুপক্ষ। সেখানে আন্দোলনে বিগত সময়ের ভুল ভ্রান্তিসহ নানা বিষয়ে আলোচনা শুরু হয়। দেড় ঘণ্টা আলোচনার পরও পরবর্তী করণীয় বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেননি তাঁরা। এ অবস্থায় বৈঠকটি মুলতবি করা হয়। 

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা আজকের পত্রিকাকে বলেন, গণতন্ত্র মঞ্চ এবং বিএনপি উভয় পক্ষই মনে করছে, চলমান আন্দোলনের ভুল ভ্রান্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আরও পর্যালোচনা দরকার। এ অবস্থায় দুপক্ষই নিজেদের এবং সামষ্টিক ভূমিকা নিয়ে পর্যালোচনা করার বিষয়ে একমত হয়। এ কারণেই বৈঠক মুলতবি করা হয়েছে। দুই পক্ষের পর্যালোচনা শেষে আবারও বৈঠক হবে। সেখানে আন্দোলনের পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান অংশ নেন। গণতন্ত্র মঞ্চের নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু বৈঠকে অংশ নেন।

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ