হোম > রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপ হবে না: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, সংবিধান মোতাবেক নির্বাচনে অংশ নিতে চাইলে বিরোধীদের সঙ্গে সংলাপ হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো সংলাপ হবে না। কারণ, উচ্চ আদালত এটা বাতিল করেছে।

আজ বুধবার (৫ জুলাই) ঢাকায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

সালমান এফ রহমান বলেন, ‘ইউকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছি। সরকার নিরপেক্ষ নির্বাচনে কমিটেড। আমাদের ইসি স্বাধীন। অনেক সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হচ্ছে, এটা তার প্রমাণ। সংবিধান মেনেই নির্বাচন হবে—এই দাবি তারা (বিএনপি) মেনে নিয়ে সংলাপে আসলে আমরা সংলাপে রাজি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে সংবিধান মোতাবেক। কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে আলোচনা হবে না। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া কোনো উপায় নেই, এটা বিরোধী দলের বোঝা দরকার।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ৯০ শতাংশ কথাবার্তাই ছিল ব্যবসা-বাণিজ্য নিয়ে। তবে রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে রাজনীতির কথাও হয়েছে।

রুশ-ইউক্রেনের জন্য রোহিঙ্গা ইস্যু আড়ালে গেলেও তা মরে যায়নি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য ১১ মিলিয়ন পাউন্ড দেবে। 

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়বে জানিয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাজ্য থেকে এয়ারবাস কিনতে চাই—এটা নিয়ে কথা হয়েছে। জিএসপির পর নতুন স্কিম আসছে। এটা বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্যে নতুন সম্ভাবনা দেখাবে। বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও শুল্কসুবিধা ভোগ করতে পারবে।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সালমান এফ রহমানের সঙ্গে যুক্তরাজ্যের মন্ত্রীর সাক্ষাৎ হয়। 

নাইজেল হাডলস্টন সাংবাদিকদের বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও উভয় দেশের অর্থনীতি বিকাশের লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের একটি দৃঢ় ও স্থায়ী সম্পর্ক রয়েছে। গত এক বছরে দেশটির সঙ্গে আমাদের বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

‘ঢাকায় এটি আমার প্রথম সফর। শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক তৈরিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য যুক্তরাজ্যের দৃঢ় অঙ্গীকার রয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের বাধাগুলো দূর করে পারস্পরিক সমৃদ্ধি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার জন্য আমি উন্মুখ।’

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির