হোম > রাজনীতি

নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের দ্রুত গণতন্ত্রে ফেরা নিয়ে আশাবাদী ইইউ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

দ্রুত নির্বাচনের দিকে গিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে বলে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আমীর খসরু এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও অংশ নেন।

আমীর খসরু জানান, বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ায় বিষয়ে বৈঠকে স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করা হয়।

বিএনপির এই নেতা আরও বলেন, ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনে আমাদের চিন্তা নিয়ে আলোচনা করেছেন। সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচিত সরকার আসবে এ অপেক্ষা তাদেরও। নির্বাচন ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এজন্য সবার একটা স্বস্তি ও সন্তুষ্টি আছে ৷ আশা করছে, দ্রুত নির্বাচনের দিকে গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটা ফিরে যাবে। কারণ অনেক কিছু অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকারের ওপর, তাদের কর্মকাণ্ড, আগামী দিনে কি হবে। স্বল্পমেয়াদী-দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে। যেগুলো একটি নির্বাচিত সরকারের সঙ্গে সবাই স্বস্তিবোধ করে।

তিনি বলেন, আগামী দিনের সংসদকে তারা (ইইউ) সহযোগিতা করতে চাচ্ছে। বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। বিচার বিভাগের স্বাধীন সচিবালয়ের ক্ষেত্রে তাদের সমর্থন রয়েছে। এ ব্যাপারে তারা সহযোগিতাও করবে।

খসরু বলেন, বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সঙ্গে তারা (ইইউ) সহযোগী হতে চায় ৷ আমাদের উন্নয়ন কর্মকাণ্ড অংশীদার হতে চায় ৷ আর বিএনপির কর্মসূচির সঙ্গে তাদের চিন্তা বহুলাংশে মিল আছে। এটাতে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে।

খসরু আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। অনুদান-ঋণের বাইরেও অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে তারা।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান