হোম > রাজনীতি

নতুন সংবিধান লাগবে, নতুন বাংলাদেশ লাগবে: নাহিদ ইসলাম

খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ির শাপলা চত্বরের মুক্তমঞ্চে আজ সোমবার বিকেলে এনসিপির পথসভায় বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘পাহাড় হোক, সমতল হোক, সবাইকে দাবি তুলতে হবে। আমাদের নতুন সংবিধান লাগবে। একটি নতুন বাংলাদেশ লাগবে।’ আজ সোমবার বেলা ৩টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে এনসিপির পদযাত্রা শেষে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমাদের এই জুলাই পদযাত্রা শুরু হয়েছে। আমরা চাই আপনারাও এই নতুন সংবিধানের দাবিতে আপনাদের জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে আপনার পরিচয় স্বীকৃতি এবং পাহাড়ি-বাঙালি সবার মানবাধিকার, নাগরিক অধিকার, মর্যাদার অধিকার নিশ্চিত করার দাবিতে সবাই ঐক্যবদ্ধ হবেন।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এখানে অনেক জাতি বসবাস করে। তাদের মধ্যে অনেক ধরনের দ্বন্দ্ব বিভিন্ন সময়ে দেখি। আপনাদের সবাইকে এক জায়গায় ঐকমত্য হতে হবে। উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য সুবিধার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি জনগোষ্ঠী বঞ্চিত। যারা পাহাড়ে বসবাস করে–বাঙালি হোক, চাকমা বা মারমা হোক, যেকোনো জনগোষ্ঠী হোক না কেন। পাহাড়ে উন্নয়ন ঘটাতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। সম্প্রীতির কোনো বিকল্প নেই।’

নাহিদ ইসলাম বলেন, ‘পাহাড়ে যদি শিক্ষার বিস্তার ঘটে; ভালো মানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত বা পরিচালনা হয়; এর সুযোগ-সুবিধা সব জনগোষ্ঠী পাবে। আপনাদের নিজেদের স্বার্থে সব জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হতে হবে এবং সম্প্রীতির সঙ্গে এই পাহাড়কে এগিয়ে নিতে হবে। জাতীয় নাগরিক পার্টির আমরা সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়েই আপনাদের কাছে এসেছি।’

খাগড়াছড়িতে আজ সোমবার বিকেলে এনসিপির পথসভা শেষে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য দোয়া মোনাজাত করা হয়। আজকের পত্রিকা

নাহিদ বলেন, ‘বাংলাদেশকে আমরা বহু ভাষা এবং বহু সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। আমাদের সংবিধানে এই বৈচিত্র্যকে অস্বীকার করা হয়েছিল। নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সম্ভাবনা আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পেয়েছিলাম, তা হারিয়েছি। কিন্তু ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের পর যে নতুন জাতীয় ঐক্য তৈরি হয়েছে, নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনা-সুযোগ হারাতে চাই না।’

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পার্বত্য অঞ্চলের মানুষদের চিকিৎসাসেবার জন্য অনেক কষ্ট করতে হয়। কাদামাটিতে হাঁটতে হয় মাইলে পর মাইল। অসুস্থ বা রোগীকে কাঁধে করে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। তখন সেই রোগীর অবস্থা করুণ হয়ে যায়। যাঁরা রোগীর সঙ্গে থাকেন, তাঁদের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। এই কারণে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত স্থানগুলোতে যেখানে ঘনবসতি রয়েছে, অল্প মানুষ থাকলেও সেখানে যেন যোগাযোগব্যবস্থার উন্নতি করা হয়, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যেন মানুষ সহজেই যাতায়াত করতে পারেন, এমন এক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি।’

এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা বলেন, ‘আপনারা সবাই যদি চান, আমরা দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত খাগড়াছড়ি গড়তে পারব। বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। বিগত বছরগুলোতে এই পাহাড়ে একটি গোষ্ঠী আগুন ধরিয়ে সেই আগুনে আলু পুড়িয়ে খেয়েছে।’

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আক্তার হোসেন ও খাগড়াছড়ি জেলা সংগঠক সুইচিং মারমা।

এর রাগে দুপুরে খাগড়াছড়ি শহরের নারকেলবাগান এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শাপলা চত্বর বাজার ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়। সমাবেশ শেষে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের জন্য দোয়া করা হয়।

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ

সংস্কারের তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে কাজ করছে নির্বাচন কমিশন: রাষ্ট্র সংস্কার আন্দোলন

দলগুলো ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে, তা ইশতেহারে সুস্পষ্ট করতে হবে: বদিউল আলম মজুমদার

আনিসুল ইসলামের প্রস্তাবককে অপহরণের অভিযোগ, পরে উদ্ধার

দেশ-বিদেশ থেকে ভালোবাসা ও সমবেদনা পরিবারকে গভীরভাবে নাড়া দিয়েছে: তারেক রহমান