হোম > রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের দুই চিকিৎসক ঢাকায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। আজ বুধবার সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন ও ডা. হামিদ আহমেদ আব্দুর রব। আরেক চিকিৎসক ডা. ক্রিস্টোস জর্জিয়াডসের দিবাগত রাত ২টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। 

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুস সাত্তার ও বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসক দলের তিনজনই জনস হপকিন্স হাসপাতালের। ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন হেপাটোলজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ, ডা. হামিদ আহমেদ আব্দুর রব কিডনি ট্রান্সপ্লান্ট কর্মসূচির পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ এবং ডা. ক্রিস্টোস জর্জিয়াডস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। 

এর আগে গতকাল মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশের চিকিৎসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের তিন চিকিৎসককে আসার অনুমতি দেওয়া হয়েছে। 

খালেদা জিয়া আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, লিভারে সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। প্রায়ই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত ৯ আগস্ট থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 

উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়ে আসছেন। এ আবেদন নাকচ করা হয়েছে। 

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে ছয় মাসের জন্য সাজা স্থগিত করে কারাগার থেকে মুক্তি দেয় সরকার। পরে এর মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। শর্ত দেওয়া হয়, তাঁকে দেশেই থাকতে হবে।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ