হোম > রাজনীতি

বিএনপি লগি-বইঠার রাজনীতিতে বিশ্বাস করে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সহিংসতা করে নয়, গণতান্ত্রিক উপায়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা এটি (গণতন্ত্র) ফিরিয়ে আনব গণতান্ত্রিক উপায়ে। আমরা লগি-বইঠার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’ 

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রয়োগে নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক এই সভার আয়োজন করে নাগরিক কণ্ঠ বাংলাদেশ নামের একটি সংগঠন।

বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করছে জানিয়ে মঈন খান বলেন, ‘এটি শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন। এটা শুধু আমাদের ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, সুষ্ঠু ধারা প্রয়োগের মাধ্যমে একটি সরকার গঠনের আন্দোলন।’ 

এ সময় জনগণের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মঈন খান। তিনি বলেন, ‘এই সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিক, সেটা চাই। সরকারের প্রতি অনুরোধ থাকবে, মানুষের চাওয়ার দিকে তাকান। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিন, এতে লজ্জার কিছু নেই।’ 

ক্ষমতাসীনদের সমালোচনা করে মঈন খান বলেন, অস্ত্র, লগি-বইঠা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যায়। তবে এর মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের মন জয় করতে পারবে না। সরকার বন্দুকের জোরে ক্ষমতায় টিকে আছে। এই সরকার প্রচার করে দেশে মেগা উন্নয়ন হয়েছে। তবে এর মাধ্যমে দেশে মেগা দুর্নীতি করেছে সরকার। সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু বিপজ্জনক হচ্ছে—তারা যা করে তা পুরোটাই উল্টো। এখন এটা প্রচার হয়ে গেছে, এ দেশে কোনো গণতন্ত্র নেই। সে জন্য এ দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিশ্ব আজ হস্তক্ষেপ করছে।

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন রাশিয়ার রাষ্ট্রদূত

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি