হোম > রাজনীতি

আগামী নির্বাচনও আরেকটা প্রহসনের খেলা হবে: জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতবারের মতো আগামী নির্বাচনও আরেকটা প্রহসনের খেলা হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে অ্যান্টি ড্রাগ সোসাইটি আয়োজিত ‘মাদকের ভয়াবহতা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।  

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার এবারও যেটা করতে চাচ্ছে মনে হচ্ছে আগামী নির্বাচনও আরেকটা প্রহসনের খেলা হবে। যে সার্চ কমিটি করা হয়েছে, সেখানে জজ সাহেবকে রাখা হয়েছে, যে নিজেই ফাঁকিবাজ । এই যে ডিসি সম্মেলন হলো, প্রধানমন্ত্রী চাইলে জিজ্ঞেস করতে পারতেন কয়জনের পকেটে সিগারেটের প্যাকেট আছে। কয়জনের অফিসের লোকজন সিগারেট খায়। সিগারেটের ওপরে ট্যাক্স বাড়াতে হবে, কোনো পুলিশ কর্মকর্তা চাকরি পাবে না যদি সে সিগারেট খায়। মাদক শুরু হয় সিগারেটের প্রতি আসক্তের মাধ্যমে। আগে স্কুলে মাদকবিরোধী বিভিন্ন পাঠ্য ছিল এখন সব জায়গায় শুধু এক ব্যক্তির বন্দনা।’

অধ্যাপক তাজমেরীকে জেলে পাঠানোর প্রসঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, অধ্যাপক তাজমেরী নাকি দুই বছর আগে গাড়ি পুড়িয়েছেন, তাই তাঁকে জেলে পাঠানো হয়েছে। শুধু সরকার না, শিক্ষকেরাও অনৈতিক। তাঁরা সাদা দল বলে তাজমেরীর পাশে দাঁড়াননি। 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ সিভিল রাইটসের নির্বাহী পরিচালক শেখ তাজুল ইসলাম, বাংলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির মহাপরিচালক আবু ইউসুফ খান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ