হোম > রাজনীতি

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে সরকারের পক্ষ থকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

এদিকে ২৫ ফেব্রুয়ারি সকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের রায়ের রিভিউ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। আগামীকাল মঙ্গলবার সকালে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এ ছাড়া দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও দলটি তাদের মনোভাব প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরে। অপরাধীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে সংস্কার কার্যক্রমে সরকারের প্রতি তাদের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়ে জামায়াতের আমির শফিকুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে নায়েবে আমির আবদুল্লাহ মো. তাহের কলটি কেটে দেন।

জামায়াতের নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দলটির প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চাইলে আজ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘কর্মসূচি দেওয়ার অধিকার সব রাজনৈতিক দলের আছে। আমরা চাই, সেটা নিয়মতান্ত্রিক হোক। এটার কারণে আইনশৃঙ্খলার অবনতি না হোক। জামায়াত নেতার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার।’

অন্তর্বর্তী সরকারকে মোদির ইতিহাস বিকৃতির বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে: আখতার

মুক্তিযুদ্ধ ও ইসলামের নামে দেশকে বিভক্ত করা যাবে না: নাহিদ ইসলাম

মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরও স্বাধীনতাযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি: ব্যারিস্টার ফুয়াদ

হাদির আরেকটি অপারেশন প্রয়োজন, কিন্তু শারীরিক পরিস্থিতি নেই: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু

পরাজয়ের প্রতিশোধ নিতেই ভারত স্বাধীনতাযুদ্ধে সহযোগিতা করেছিল: গোলাম পরওয়ার

‘নিরাপত্তার’ কারণে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা নারায়ণগঞ্জ–৫ আসনের বিএনপি প্রার্থীর

একাত্তরের শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ