হোম > রাজনীতি

আমাদেরও এক দফা, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন: সমাবেশে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সরকার পতনের এক দফার বিপরতীতে আওয়ামী লীগেরও এক দফা ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদেরও দফা একটা—শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, তাঁর নেতৃত্বে নির্বাচন। সেখানে জনগণ যাকে ইচ্ছে ভোট দেবে।’

আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সমাবেশের আয়োজন করে।  

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় কাছে ভেসে যাবে। তারা পদ্মা সেতু চায়নি। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। যাদের উন্নয়ন পছন্দ নয় তাদের শেখ হাসিনাকে পছন্দ নয়। শেখ হাসিনার অপরাধ দেশের উন্নয়ন করা।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে। তাদের এক দফার স্বপ্ন বর্ষার পানিতে আটকে গেছে।’

তিনি বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও এক দফা—সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। কাউকে বাধা দেব না।’

বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারা চান অবাধ, সুষ্ঠু নির্বাচন। আমাদেরও লক্ষ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না।’

এ সময় বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে সংলাপ নয়।’

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ