বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে একটু ভালো বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও স্বাস্থ্যঝুঁকি আগের মতোই আছে বলে জানান তিনি।
আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি মহাসচিব। এর আগে গতকাল রোববার রাতে গুলশানের বাসায় গিয়ে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানিয়ে তিনি বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) এবার হাসপাতাল থেকে ফিরে আসার পরে একটু ভালো আছেন। ওনার যে সমস্যাগুলো আগে ছিল, সেগুলো এখন আর নেই।’
খালেদা জিয়ার মূল সমস্যাগুলো এখনো রয়েছে জানিয়ে বিএনপির মহাসচিব এ সময় বলেন, মূল সমস্যা যেগুলো আছে, চিকিৎসকেরা বলছেন তার সমাধান দেশের চিকিৎসায় সম্ভব নয়। এ জন্য তাঁকে বাইরের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করার প্রয়োজন আছে। যে কারণে তাঁর স্বাস্থ্যঝুঁকি থেকেই যাচ্ছে।
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ১৩ জুন রাতে বিএনপি চেয়ারপারসনকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর ১৭ জুন তিনি বাসায় ফেরেন। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদ্রোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার নিয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।