নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ বুধবার বিকেল ৫টায় তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারিরীক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এর আগে গত ১২ জুন রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে ১৭ জুন তাকে বাসায় নেওয়া হয়। তখন দলের নেতারা জানিয়েছিলেন, খালেদা জিয়া সুস্থ আছেন।