হোম > রাজনীতি

নেতৃবৃন্দকে গ্রেপ্তারের করতে এজেন্ট দিয়ে মহাসমাবেশে হামলা: সাকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিসহ আন্দোলনকারী দলগুলোর শীর্ষ নেতাদের গ্রেপ্তারের অজুহাত তৈরির উদ্দেশ্যে সরকার তার এজেন্টদের দিয়ে বিএনপিসহ সমমনাদের মহাসমাবেশে সরকার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। 

আজ রোববার দুপুর ২টায় পল্টনের মেহেরবা প্লাজার সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ। পরে মিছিল নিয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে আবার পল্টন মোড়ে এসে মিছিল সমাপ্ত করেন তারা।

এর আগে দুপুর সাড়ে ১২টায় পল্টন মোড় থেকে বিএমএ ভবন পর্যন্ত একদফা ঝটিকা মিছিল করা হয়। 

মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জোনায়েদ সাকি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা দেখেছি গতকাল শান্তিপূর্ণ সমাবেশে অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার নানা ধরনের এজেন্টদের দিয়ে কীভাবে প্রধান বিচারপতির বাসভবনের সামনে, সাংবাদিকদের ওপরে, পুলিশের হাসপাতালে, গাড়িতে আগুন দিয়ে, হামলা করে এ সমস্ত কাজ তারা ঘটিয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এজেন্টদের দিয়ে এই সমস্ত কাজ করে শান্তিপূর্ণ সমাবেশকে একটি সহিংসতার চেহারা দিয়ে, আন্দোলনের ওপর দমন-নিপীড়নের চেহারা তৈরি করতে চায় সরকার। নেতৃবৃন্দকে গ্রেপ্তারের অজুহাত তৈরি করতে চায় সরকার।’ 

গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের ওপর সারা দেশে হামলা চলছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করা হয়েছে। আমাদের জেএসডির নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মোতালেব মাস্টারকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে মঞ্চের এই নেতা বলেন, ‘এই লড়াই ভোটাধিকারের লড়াই, গণতন্ত্রের, দেশ রক্ষার লড়াই। এই লড়াইয়ে সমস্ত ষড়যন্ত্র, হামলা, দমন-পীড়ন সবকিছু মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। কোনো ষড়যন্ত্র এই আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না।’

পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে: মুছাব্বির হত্যা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি: সালাহউদ্দিন আহমদ

আমার মতো আর কারও না হোক—গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রী

আগামী সরকারকে হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে: হাসনাত কাইয়ূম

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: মনির হায়দার

দলীয় ডিসিদের প্রমাণ সংগ্রহ করছি, অপসারণের জন্য তালিকা দেব: তাহের

তারেক রহমান গণতন্ত্রের টর্চ বেয়ারার: আমীর খসরু

তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানকে সমর্থন জানিয়ে পদত্যাগ করা এনসিপি নেতা মীর আরশাদুলের বিএনপিতে যোগদান

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান, যা থাকছে সফরসূচিতে