হোম > রাজনীতি

শেখ হাসিনার সৈনিক হিসাবে বেঁচে থাকতে চাই: শফিকুর রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন মন্ত্রিসভার সদস্য হিসাবে যোগ দেওয়ার আমন্ত্রণে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের কথা জানান তিনি। 

আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি। শফিকুর রহমান চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। ২০০৮ সালের নির্বাচনে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাতীয় পার্টিকে আসনটিতে আওয়ামী লীগ ছাড় দেয়। এরপর এবারের নির্বাচনে আবারও মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। এরপর এবার মন্ত্রিসভার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন। 

শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমার রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে যা অর্জন তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য। ওনারা সব সময় দেখাশোনা করেছে। এখন মন্ত্রণালয় দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি যত দিন বেঁচে থাকব বঙ্গবন্ধুর কর্মী হিসাবে এবং শেখ হাসিনার সৈনিক হিসাবে বাঁচতে চাই।’

নতুন দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে শফিকুর রহমান বলেন, দায়িত্ব পেলে সততা, নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করব। 

এত দিন তৃণমূলের রাজনীতি করেছেন এখন মন্ত্রিসভার দায়িত্ব নিচ্ছেন দায়িত্বতো বেড়ে গেল— এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব পাব তার জন্য যে প্রয়োজন আছে, দেশের যেখানে যাওয়ার দরকার সেখানেই যাব এবং কাজ করব। 

চ্যালেঞ্জ কি হবে—এমন প্রশ্নে শফিকুর রহমান বলেন, মন্ত্রণালয়কে শক্তিশালী ও মানবিক প্রতিষ্ঠান গড়ে তোলায় চ্যালেঞ্জ হবে। নিজেকে মানবসেবায় নিয়োজিত করব মন্ত্রণালয় যাতে মানুষের সেবার প্রতিষ্ঠা হয় সেই অনুযায়ী কাজ করা চ্যালেঞ্জ হবে।

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০-৭০টি আসন পাবে: শামীম হায়দার

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

‘আরেকবার চেষ্টা করে দেখতে চাই’, মাহফুজ আলমের পোস্ট

গোপন উৎসে ৫ গুণের বেশি আয় রাঙ্গাঁর

ঢাকা-১৯ আসন: বিএনপি প্রার্থীর ৮, জামায়াত প্রার্থীর এক মামলা

আযাদ, জারাসহ ৫১ জন ফিরে পেলেন প্রার্থিতা

আমার নামের আগে ‘মাননীয়’ বলবেন না: তারেক রহমান

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই: সৈয়দ রেজাউল করীম

তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, মোদির প্রত্যাশা