হোম > রাজনীতি

ওবায়দুল কাদের চাইলে বাসায় যেতে পারবেন: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভালো আছেন। তিনি চাইলেই বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ওবায়দুল কাদের। 

আজ শুক্রবার ওবায়দুল কাদেরের স্বাস্থ্য বিষয়ে সবশেষ তথ্য জানতে চাইলে এ কথা বলেন বিএসএমএমইউর বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান। 

ডা. আতিকুর রহমান বলেন, ‘ওবায়দুল কাদের সুস্থ আছেন। সকালে তাঁর কেবিনে গিয়ে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি। তিনি চাইলেই বাসায় যেতে পারবেন। বাসায় গেলে পরীক্ষা-নিরীক্ষার জন্য আবার আসতে হয়, যে কারণে আমরা তাঁকে এখানে রেখেছি।’

মন্ত্রীর চিকিৎসক বোর্ডের এই সদস্য বলেন, ‘আমরা চাই উনি একটু বিশ্রাম নিন। এ ছাড়া এখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। বাসায় গেলে বারবার আসতে হবে। উনি কর্মঠ মানুষ, বাসায় গেলে ব্যস্ত হয়ে পড়বেন। যে কারণে হাসপাতালে রাখা হয়েছে।’

গত বুধবার ওবায়দুল কাদেরের চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রথম বৈঠক হয়। এরপর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট অনুযায়ী কিছু ওষুধও দেওয়া হয়েছে। 

এর আগে ২০১৯ সালের ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে বিএসএমএমইউতে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। সে সময় তাঁর হার্টে তিনটি আর্টারি ব্লক শনাক্ত হয়। পরে সিঙ্গাপুরে থেকে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরে আসেন তিনি।

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’