হোম > রাজনীতি

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে সব দল একমত না হলেও তা বাস্তবায়নের দায়িত্ব কমিশনের: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। ফাইল ছবি

একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন—এই প্রস্তাবে সব দল একমত না হলেও জামায়াতে ইসলামী চায়, জাতীয় ঐকমত্য কমিশন যেন এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে অনড় থাকে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এ কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘এখন পর্যন্ত সবাই একমত যে, একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। অধিকাংশ দল যেহেতু এ ব্যাপারে ঐকমত্য পোষণ করেছে, এখন তা বাস্তবায়নের দায়িত্ব হলো ঐকমত্য কমিশনের। দেখি উনারা কী করেন। আমরা বিশ্বাস করি, কমিশন এ ব্যাপারে শক্ত থাকবে।’

তিনি বলেন, ‌‘রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করতে সবাই একমত হয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে পরিবর্তন আনার প্রস্তাবনা এসেছে, যেখানে ‍“সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি” উল্লেখ থাকবে।

‘এই কথার সঙ্গে পঞ্চম সংশোধনীর “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে। তবে কমিউনিস্ট পার্টিসহ বেশ কয়েকটি দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।’

আজ ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির নাম বাদ দিয়ে নতুন প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) নামও পরিবর্তন করা হয়েছে।

নতুন প্রস্তাবিত কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী, নিম্নকক্ষ স্পিকার, উচ্চকক্ষ স্পিকার, বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ছাড়া অন্যান্য বিরোধী দলের দলীয় সদস্যদের মধ্য থেকে একজন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একজন এবং প্রধান বিচারপতি কর্তৃক আপিল বিভাগের একজন বিচারপতি।

এ বিষয়ে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘এই কমিটির প্রস্তাবনা এসেছে যাতে কোনো একক ব্যক্তি স্বৈরাচার হতে না পারেন, ফ্যাসিবাদী শাসন যাতে প্রতিষ্ঠা করতে না পারেন। এর থেকে দেশ, জাতি, রাষ্ট্রকে রক্ষা করার জন্যই এই প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছি।’

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম হতে পারে ‘এনপিএ’

আসন সমঝোতার আলোচনা, থমকে যাচ্ছে বারবার

এনসিপির অগ্রাধিকারে সংস্কার, বিচার ও কর্মসংস্থান

দুর্নীতি দমন, নারীর অধিকারে গুরুত্ব জামায়াতের

তারুণ্যের আকাঙ্ক্ষায় প্রাধান্য বিএনপির

জামায়াত আমির বলেছেন, ক্ষমতায় গেলে শরিয়াহ আইন করবেন না: মার্থা দাশ

বিএনপি থেকে এস এ সিদ্দিক বহিষ্কার

ইসির নির্লিপ্ততা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে: বিএনপি

‘জামায়াত কি জাতীয় পার্টির মতো ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা