হোম > রাজনীতি

আওয়ামী লীগকে গদি ছেড়ে রাস্তায় নামার পরামর্শ মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশজুড়ে চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ‘শান্তি মিছিল’ নিয়ে তির্যক মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মিছিল নিয়ে নয়, ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগকে রাস্তায় নামার পরামর্শ দেন তিনি। 

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ এ অনুষ্ঠানের আয়োজন করে। 

মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগ মিছিল করে কার কাছে কী দাবি করবে, আমি একটু জানতে চাই। মিছিল নিয়ে নয়, গদি ছেড়ে রাস্তায় নামেন।’ 

সাম্প্রদায়িক সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে মির্জা আব্বাস বলেন, ‘এ দেশে যতগুলো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সবগুলোই আওয়ামী লীগ সরকারের শাসনামলে হয়েছে। কোনো মুসলমান কোনো হিন্দু সম্পত্তি দখল করে না, করতে পারে না। আওয়ামী লীগ পারে।’ 

চলমান সাম্প্রদায়িক সহিংসতাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার, হামলা ও মামলার সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘দেশে বিরাজমান সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করতে বর্তমান সরকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা একটা সন্ত্রাসী দেশ। এ ঘটনা ঘটিয়ে সারা বিশ্বে আওয়ামী লীগ এই ধুয়া তুলেছে যে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে। নিজেরা এই কর্মকাণ্ড ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর দোষ চাপানো হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ 

এই অবস্থায় সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘গ্রেপ্তার, হামলা-মামলা করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।’ 

রাতে সিলেট যাচ্ছেন তারেক রহমান, এক দিনে সাত জেলায় ৭ সমাবেশ

৩০ আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেই প্রার্থী ২৩

বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

কড়াইলবাসীর জন্য উঁচু-উঁচু বড়-বড় বিল্ডিং করে দিতে চাই: তারেক রহমান

নির্বাচন ঠিক করবে, দেশ গণতন্ত্রকামী নাকি উগ্র রাষ্ট্রবিরোধীদের হাতে থাকবে: মির্জা ফখরুল

আমাদের দল থেকে নারী প্রার্থী না থাকলেও জোটে আছে: তাহের