নারীর প্রতি বিদ্বেষপূর্ণ কথা বলায় জামালপুর-৪ আসনের সাংসদ মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের বিষয়ে আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী সভায় সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, মুরাদ হাসানকে এরই মধ্যে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। দল থেকে বহিষ্কারের বিষয়ে দলের আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হবে।
এরই মধ্যে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে ।
এর আগে গতকাল সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, `আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চিকিৎসক মুরাদের বিষয়ে কথা হয়েছে। প্রধানমন্ত্রী মঙ্গলবারের মধ্যে চিকিৎসক মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। আমি রাত ৮টায় প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বার্তাটি পৌঁছে দিই।
জামালপুর-৪ আসন থেকে নির্বাচিত এই সাংসদ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদকের পদে রয়েছেন।