হোম > রাজনীতি

জঙ্গিবাদ দমনের নামে সরকারের চালবাজি ধরা খেতে শুরু করেছে: মান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার ও তার মন্ত্রী, আইনজীবীরা ধরা খেতে শুরু করেছে। এই সরকারের গণতন্ত্রের ভুগিচুগি ধরা খেতে শুরু করেছে। জঙ্গিবাদ দমন করার নামে যে চালবাজি তা ধরা খেতে শুরু করেছে। এই সরকার সব দিক থেকে ধরা খেয়ে যাবে আর বের হতে পারবে না। 

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সদ্য পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এর উদাহরণ টেনে মান্না বলেন, ‘মুরাদ তাঁর কর্মকাণ্ডের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। দুবাই কানাডা ঘুরে তাঁকে আবার বাংলাদেশে ফিরে আসতে হয়েছে। এমন ধরা খেয়েছে, তাঁকে এখন আর চেনা যায় না। মুখ ঢেকে ক্যাপ পরে তাঁকে ফিরে আসতে হলো।’ 

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শপথের বিষয়টি উল্লেখ করে মান্না বলেন, ‘মজা লাগে এই বিজয় দিনে আমাদের প্রধানমন্ত্রী শপথ বাক্য পাঠ করিয়েছেন বাংলার জনগণকে। এই শপথ থেকে আমি কিছু শেখার চেষ্টা করলাম। আর তখন আমার মনে হলো উনি নিজে শপথ করেছিলেন। কিন্তু পালন করেছিলেন? ১০ টাকা কেজিতে চাল খাওয়াবেন, কিন্তু আজকে চালের কেজি কত? ঘরে ঘরে চাকরি দেবেন, ৪ কোটি লোক বেকার। শপথ কোথায়? 

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আমাকে বলা হয়েছে আপনি প্রধানমন্ত্রীর বেশি সমালোচনা করেছেন, একটু হুঁশিয়ার থাকবেন। আচ্ছা কি হুঁশিয়ার থাকব? একটা হুঁশিয়ার থাকতে পারি প্রধানমন্ত্রী সম্পর্কে আর বলব না। আমি বলতেও চাই না। আমি ওনাকে সম্মান করি। উনি সরাসরি আমার নেতা ছিলেন। আমি ওই দল তো করেছি। এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।’ 

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির