হোম > রাজনীতি

বন-জঙ্গলের আইনে দেশ চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার দেশে ‘জঙ্গলের শাসন’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এ দেশে জঙ্গলের শাসন চলছে, বন-জঙ্গলের আইনে দেশ চলছে। এভাবে দেশ চলতে পারে না। এই বন-জঙ্গলের আইন, এই দুঃশাসন শেকড়সহ উপড়ে ফেলতে হবে। এ জন্য সকলকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।’ 

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের নেতা-কর্মীদের ‘গ্রেপ্তার-নির্যাতনের’ চিত্র তুলে ধরে তিনি এসব কথা বলেন। বিএনপির শ্রমিক বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খানের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে রিজভী বলেন, ‘বর্তমানে প্রত্যেকটি কারাগার হচ্ছে শেখ হাসিনার বন্দিশালা, এখানে আইন-কানুন কোনো কিছুর দরকার নেই। তিনি যদি মনে করেন, কাউকে কারাগারে রাখতে চান সে কারাগারে থাকবে। তার শাসনের বিরুদ্ধে কথা বললেই, তার দুঃশাসনের বিরুদ্ধে কেউ উচ্চারণ করলে তাকে কারাগারে থাকতে হবে।’ 

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘আজকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ৭ জানুয়ারির ডামি যে নির্বাচন আমরা বলি—সেই নির্বাচনে ভারত পাশে ছিল বলে অন্যান্য দেশ কারসাজি করতে পারেনি। আপনি সত্যি কথাই বলেছেন। কারণ, আপনাদেরই সাবেক পররাষ্ট্রমন্ত্রী (আব্দুল মোমেন) বলেছেন, দুই দেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্ক। স্ত্রীর আবদার, অন্যায় আবদার, বিনা ভোটে ক্ষমতায় থাকার আবদার স্বামী কি সেটাকে প্রত্যাখ্যান করবে? স্বামী তো পাশেই থাকবে। ওবায়দুল কাদের সাহেব আপনাদের ভাষাতেই আমি সেটি বললাম। এই আবদার তো ফেলতে পারে না।’ 

রিজভী বলেন, ‘জনগণের ভোটাধিকার, জনগণের নাগরিক অধিকার, জনগণকে বন্দী করা, ভোটের আগেই ২৫ হাজার বিএনপির নেতা-কর্মীকে কারাগারে পাঠানো; এ রকম একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে ভোটার শূন্য নির্বাচন করে ওবায়দুল কাদের আপনার এত বড় বড় কথা, এত চিৎকার প্রলাপগুলো তো মিথ্যা হয়নি সমাজে। চোরের মায়ের বড় গলা, যারা ভোট চুরি করে তারা প্রকারান্তরে যে চুরি করে সেটাই জানিয়ে দেয়। ওবায়দুল কাদের সাহেবের আজকের এই বক্তব্য এটা চুরিরই বক্তব্য।’

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ