হোম > রাজনীতি

বামরুনগ্রাদে পরীক্ষা-নিরীক্ষা চলছে রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। এই সব পরীক্ষা-নিরীক্ষার ওপর ভিত্তি করে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। 

থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রওশন এরশাদ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরে একটি মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। রওশনের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদ ও তাঁর স্ত্রী মাহিমা এরশাদ। 

শনিবার বিকেলে সাদ এরশাদ জানান, একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রওশন এরশাদের চিকিৎসা চলছে। হাসপাতালে আনার পরে তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তাঁর শরীরের অবস্থা মোটামুটি ভালো। 

এর আগে শুক্রবার বিকেলে ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ছাড়েন সাবেক ফার্স্ট লেডি ও সংসদের বিরোধীদলীয় নেতা। গত ১৪ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে। 

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের

মায়ের ত্যাগ-উদারতার উদাহরণ থেকেই শক্তি, ঐক্য ও দেশপ্রেম খুঁজে পাই: তারেক রহমান

‘আপনারা সেই শক্তি, যার কারণে জাতি আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে’

শোকার্ত জনসমুদ্রের সশ্রদ্ধ বিদায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

নতুন বছরে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের কূটনীতিকের সঙ্গে ‘গোপন’ বৈঠকের কথা জানালেন জামায়াত আমির