হোম > রাজনীতি

বামরুনগ্রাদে পরীক্ষা-নিরীক্ষা চলছে রওশন এরশাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

থাইল্যান্ডে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে। একই সঙ্গে তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষাও করা হচ্ছে। এই সব পরীক্ষা-নিরীক্ষার ওপর ভিত্তি করে তাঁর পরবর্তী চিকিৎসা চলবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। 

থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন রওশন এরশাদ। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরে একটি মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। রওশনের সঙ্গে আছেন ছেলে সাদ এরশাদ ও তাঁর স্ত্রী মাহিমা এরশাদ। 

শনিবার বিকেলে সাদ এরশাদ জানান, একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রওশন এরশাদের চিকিৎসা চলছে। হাসপাতালে আনার পরে তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তাঁর শরীরের অবস্থা মোটামুটি ভালো। 

এর আগে শুক্রবার বিকেলে ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ছাড়েন সাবেক ফার্স্ট লেডি ও সংসদের বিরোধীদলীয় নেতা। গত ১৪ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি-অবনতির মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুরুতে বেশ কিছুদিন তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয় তাঁকে। গত ২০ অক্টোবর অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয় তাঁকে। 

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ