নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবার হাসপাতালে নেওয়া হচ্ছে। রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
সোমবার (১২ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে শামসুদ্দিন দিদার আজকের পত্রিকাকে জানান, খালেদা জিয়ার শরীর কিছু খারাপ বোধ হওয়ায় রাতেই হাসপাতালে নেওয়া হচ্ছে।
রাত ১টা ২০ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি হাসপাতালের দিকে রওনা হয়েছে বলে পরে জানান শামসুদ্দিন দিদার।