হোম > রাজনীতি

পোড়া কারখানা পরিদর্শনে গিয়ে বিএনপির দুপক্ষে মারামারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ

আগুনে ক্ষতিগ্রস্ত হাশেম ফুডস লিমিটেডের কারখানা পরিদর্শনের সময় সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ। এ সময় নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিপেটা করে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডসের কারখানায় যায়। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানো নিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি। উপজেলা যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধাক্কা দিয়েছেন।

এ নিয়ে কারখানার ফটকের সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই পক্ষের নেতা কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। কারখানা পরিদর্শন শেষে নেতারা যখন বাইরে আসেন তখন আবারও সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। ইট পাটকেল ছোড়াছুড়ির পাশাপাশি চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় নাসির উদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন বলে জানান স্থানীয় নেতারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কারখানা পরিদর্শনে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন–বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা।

রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে সাংবাদিকদের এক হওয়া সম্ভব নয়: বিজেসি সভাপতি

ইসলামপন্থী রাজনীতিতে মেরুকরণ: ভোটের সমীকরণে কে এগিয়ে গেল

নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক শোকসভা: বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন দেশের নেত্রী

জামায়াতের জোট ছাড়ল ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন জোট ছাড়বে, প্রত্যাশা করিনি: আসিফ মাহমুদ

পোস্টাল ভোট বন্ধ করতে চাওয়া অশনিসংকেত: আসিফ মাহমুদ

খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল: এফ এম সিদ্দিকী

আমরা শিষ্টাচারবহির্ভূত আচরণ করি না—ইসলামী আন্দোলনের অভিযোগের প্রতিক্রিয়ায় জামায়াত